মৃত্যু যখন শিয়রে কেন গান গাও বিরহের,
ভুলে যাও শোক,যে গেছে যেতে দাও তাকে,
পারো তো আগলে রাখো এইমাত্র প্রাণ এলো যে দেহের।
আর জেনো নীরব হলেও গাছেরও দুঃখ থাকে।
বাতাস চিরকাল গান শোনায় রূপান্তরের,
পাথরের বুকে আদরের স্মৃতিচিহ্ন রেখে যায়,
আলোর কাছে গল্প বলে যায় অন্ধকারের।
প্রতিটা শেষের পরেই তো একটা শুরু থাকে অপেক্ষায়।
নদীরা জানে সব পথচলা শেষ হয় মোহনায়,
তবু কি থামে চলা? বয়ে যায় অনন্ত স্রোতধারা,
বয়ে চলে গভীরে,শিকড় থেকে শাখা প্রশাখায়।
আবহমান কাল ধরে....
বোঝা বয়ে ফিরে চলে, মোহনায় গিয়েছিল যারা।
কোষে কোষে বয়ে যায় বার্তা আগামীতে,
এ দুর্যোগও কেটে যাবে সৃষ্টি হবে নতুন প্রাণ।
নাই বা থাকি তুমি বা আমি এ পৃথিবীতে,
মৃত্যুর মুখোমুখি হয়েও প্রত্যেকে গাইবে বেঁচে থাকার গান...