শীত খোঁজে এসেছিলো যারা
চলে গেছে আর ফেরে নি।
এবার নাকি এখানে শীত বেশি পড়েনি।
গত শীতে শীতঘুমে গিয়েছিলো যারা
এবার কারা এসেছিলো জানতেও পারেনি।
এবার ওদের ঘুমই ভাঙেনি।
অভাব তোমাকে হিসেবী করেছে
খরচ করছো দিন, গুনে গুনেই।
ওরা তো পাঁচ বছরের কাজ সারে একশ দিনেই।
খবরদার ওদের থেকে দিন চেও না
শীতঘুম থেকে ফিরেই ফেরৎ চাইবে
উচ্ছিষ্ট দিনের হিসেব,ঠিক বুঝে নেবে।
বরং রাতটাকে কাজে লাগাতে পারো,
শীতের রাত বেশ দীর্ঘ হয়,
শুধু এই যা, শীত কামড়ের ভয়।
ভয় তাড়ানোর উপায়--
তুমি আসন্ন শীতের আগে শিখে নেবে জানি,
সহজ উপায় আগুন,কিন্তু একা হবে না,
একা কোন দীর্ঘস্থায়ী যুদ্ধই জেতা যায় না।।