অন্ধকারপ্রিয় রাষ্ট্রযন্ত্রের স্বাভাবিক আস্ফালনে
আক্রান্ত মেধা, আক্রান্ত আলো,আঘাত শিক্ষাঙ্গনে।
আঘাতে আঘাতে তারাদের নেভানো যায়?
আলোক বিন্দুরা আবার মিলিত,ঐ দেখ আঙিনায়।
আঘাতে কন্ঠ আরও তীব্র,
ধ্বনিত আগুন শপথে।
প্রতিবাদে প্রতিবাদে মুখরিত
সারা দেশ আজ রাজপথে।
রাতের অন্ধকারে কতবার
এভাবে হানবে আঘাত, চেতনায়?
আগামী জ্যোতিষ্করা আজ
দাঁড়িয়েছে রাস্তায়, দেশের পাহারায়।