কলমে -মানজিরুল ইসলাম
তারিখ -03.02.2025
  
নিত্য-নতুন সাজে এলে ধরনীরে রাঙা করিতে
প্রকৃতির কাননে নেচে-নেচে, স্নেহের দান দিতে।
একি হে বসন্ত!দিগন্ত জুড়িয়াই তোমার দান,
শস্য-শ্যামলায় ভরিয়ে তোলে,বাড়ালে ধরণীর মান।
ধন-সম্পদে ভরা,যেথা মানব-সভ্যতার পীঠস্থান,
   মানব করিল সুশোভিত,পুষ্পিত কানন।

ধরণীর দান -ধ্যানে, জাগাতে এলে নবচেতনা,
ঋতুরাজ বসন্ত,নিয়ে সুখ -দুঃখের বার্তা।
জগৎমাঝে কোথাও অগাধ সুখ -শান্তি, আশীর্বাদ
ভেসে উঠে কোথাও এতিম,অনাথের আর্তনাদ।
বসন্ত কি পারে তাঁদের ফোটাতে মুখে হাসি?
কবির প্রার্থনা মানবের লাগি,যারা সুখের পিপাসী।

শীতের বিদায়ে দুঃখ হলেও বসন্ত জাগায় মনে
নব আবিষ্কার,নব চেতনা সৃষ্টি প্রতি ক্ষণে।
হয়ে যায় ব্যাকুল কবি পুষ্পের সুগন্ধে,
চতুর্দিক মেতে ওঠে কোকিলের কুহুতানে।
নেই বিদায় সত্ত্বর,যায় হারিয়ে মোদের জীবনে
গেয়ে যাবো বসন্তের মহিমা,কাব্যের চরণে।