চাঁদের আলোয় ছাদের 'পরে
সেদিন রাতে বসে-
লেখার তৃষায় ছড়ার বিষয়-
যাচ্ছি খুঁজে গো সে।
হঠাৎ কে সে একটু কেশে
বলল নেকোস্বরে-
"ও ছড়াকার- শুনছি তোমার
কথায় ছন্দ ঝরে।
এই আমি ভাই যার-পর-নাই
চেষ্টা করেও শেষে-
একটা ছড়া লিখতে ধরা
খেলাম মিল-এ এসে।
ভূতের সাথে জুৎ-এর মিলন
ঘটিয়ে দিলাম সোজা-
হইল না ভুল - রইল না খুৎ
পড়েই গেল বোঝা।
মানুষ ভারি বেজুৎ - তারি
পাচ্ছি না মিল ঘেঁটে-
ফানুস দিলেই চমকে পিলে
যাচ্ছে কেবল ফেটে।
তাই বলি ভাই একটু আমায়
দাও বলে এই মিলে-
ছন্দ-ভাবে দাঁড়িয়ে যাবে
শব্দটা কী দিলে?
না যেও না - ভয় পেয়ো না
বোঝাও ব্যাপারটা তো-
ভূত মিলে যায় অবলীলায়
মানুষ মেলে না তো।"
কী বলি আর- "ভূত ছড়াকার
মানুষ বড় পাজি-
বিরোধ ভুলে পরাণ খুলে
মিলতে সে নয় রাজি।"