ভালবাসার প্রাণের ভাষার
অটুট বাঁধন ডোরে-
দাদার হাতে পরায় রাধা
একটি রাখি ভোরে।

ডাগর স্নেহের সাগর বুকের
আদরে-আহ্লাদে-
ভায়ের হাতে খুশির সাথে
একটি রাখি বাঁধে।

প্রীতির সুরে ঘুরে ঘুরে
রাখির শুভপ্রাতে-
পরায় রাধা পাড়ার দাদা-
এবং ভায়ের হাতে।

প্রাণের ডোরে বাঁধতে গো রে
সাম্যগানের পাখি-
পাশের গাঁয়ের হারুণ ভায়ের
হস্তে পরায় রাখি।

জড়িয়ে হাসি কাজের মাসির
ছোট্ট ছেলের হাতে-
পরায় রাখি- ভরায় হৃদয়
ভাই ডেকে সেই সাথে।

ভেদাভেদের ক্লেদকালিমা
এবং সকল বাঁধা-
সব ভুলে আজ ফুলেফুলে
হৃদয় সাজায় রাধা।