সব কথা বলে দিতে পারি
                 খোলাখুলি
ডেকে নিতে পারি অন্দরে

আঁধার আঁধার
ধাঁধার মধ্যে
       তবুও তোমাকে রাখি

খুঁজে নাও আর বুঝে নাও তুমি-
           অতলের ছায়াছবিটা

ইশারাই প্রকৃত কবিতা