অপেক্ষা বসে থাকে চোখে
       আর অরূপলোকের জল
ঝলমল করে হাসে

সর্বনাশের ঘাম
         বুক বেয়ে নামে

ভালোবাসা নদী হয়

তার সাথে একবার
        দেখা যদি হয়---