ময়নাতদন্ত করে নেওয়া ভাল
আত্মহননের আগে
শিরার মধ্যে কতটুকু বিষ
কতটুকু রক্ত - ঘাম আর
কতটুকু নিকোটিন
ফরেন্সিক পরীক্ষায়
বুঝে নেওয়া ভাল
অভিকর্ষ টান
ত্বরণের আবেগ ও
অভিমান কত
প্রেম আর পালঙ্কের মাঝখানে
কতটুকু জ্যামিতি জীবিত
তোমার আমার মধ্যে
যেটুকু দুরত্ব
অনায়াসে হাত ধরা যায়