আমাদের জীবনে আজ নিরস খরা
হৃদয়ে ঘর বেঁধেছেে নষ্ট জরা।
মননে লালসা বিষ তুলছে ফণা,
দু'চোখে বিভেদ-ঘৃণার অগ্নিকণা।
পুড়ে যায় আগুণ হাওয়ায় প্রাণের চারা,
ঘিরেছে অন্ধকারের বন্ধ কারা।
সবুজের অন্তরে আজ ঝরার ভীতি,
বুকে নেই সুখ আবেগের প্রীতির গীতি।
আমাদের নেই কিছু আর এই বেদিনে,
কেমনে তোমার কাছে যাই গো চিনে?
গুরুদেব তুমিই এখন সামনে এসে,
দাঁড়াও আর বাড়াও দু'হাত ভালোর বেশে।
হে কবি শোনাও তোমার অভয়বাণী,
ভিজাও আজ রুক্ষতাময় জীবনখানি।
তোমার ওই আলোর সুধা ঘর ও দোরে,
"শ্রাবণের ধারার মত পড়ুক ঝরে।"