কিশোর বেলার        স্বপ্ন খেলার
             মুগ্ধ মনের ছবি-
মাঠ-নদী-বন           প্রকৃতির মন
             ছন্দে লেখেন কবি।

অথবা স্মৃতির        মেদুর প্রীতির
             গন্ধ জড়ানো সুখে-
মনের আপন         কিশোর যাপন
            আঁকেন প্রৌঢ় বুকে।

তাহলে সবই তা'  কিশোর কবিতা
            বলেই আখ্যা দিলে-
লিখবে না পাশে কোন ছবি ভাসে
            কিশোর চোখের নীলে?

ঘাসের মতন           সবুজাভ মন
           পাশের বাড়ির যাকে-
দেবে ভেবে হায়   গোপন খাতায়
           ভালবাসা লিখে রাখে।

সেই ভাল লাগা      শুধু চেয়ে থাকা
        না বলা প্রণয় গীতি-
আরো কত কী কী তা যদি না লিখি
        কীসের কিশোর স্মৃতি!
    
এই আমাদের         দাদা- মামাদের
        শাসিত রাজ্যে দীন-
এ' কবিতা মন         কিশোর এখন
       ভোট আধিকারহীন?

সাবালক নয়           তাই বুঝি ভয় ?
       আঁকতে কি তাই মানা ?
কিশোর প্রেমের        মদির হেমের
       আনচান মনখানা ?