এইখানে বন ছিল
ক্ষণ ছিল ছায়াময়-
পাখিদের গান ছিল
প্রাণ ছিল মায়াময়।
গাছে ফল-ফুল ছিল।
হুল ছিল না রোদের -
সুশীতল বায়ু ছিল
আয়ু ছিল আরো ঢের।
সেই গাছ মেরেকেটে
তেরেকেটে হায়াহীন-
বাড়ি হ'ল সারিসারি
চারিধারই ছায়াহীন।
ওইখানে বিল ছিল
মিলছিল গাঁও আরো-
শাপলার হাসি ছিল
বাঁশি ছিল হাওয়ারও।
মাছেদের খেলা ছিল
মেলা ছিল পাখিদের-
স্বস্তির বুক ছিল
সুখ ছিল না কি ঢের?
সেই বিল 'মল' হ'ল
জল হ'ল ছিনতাই-
মানুষেরা জানছে কি?
আনছে কী দিনটাই !