একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ত্রাস
যার দাপটে সবাই নত, নাম তার সন্ত্রাস।
এই পথে রয়েছে যারা, তাদের নেই নীতি
স্বার্থসিদ্ধির জন্য কেড়ে প্রাণ,আনে দুর্গতি।
রক্ত নিয়ে খেলা করা, পেশা তাদের হ্যায়
না সেথায় গনতন্ত্র, নাই কোনো ন্যায়।
হাত সদা থাকে ভরা বোম আর পিস্তলে
খবরদারি করে তারা বন্দুকের নলে।
সাধারণ মানুষের জীবন নিয়ে করে কেবল খেলা
যখন তখন বসায় ওরা মৃত মানুষের মেলা।
নেই তাদের কোনো ধর্মনীতি কিংবা আদর্শ
মানুষের রক্তও নেই,আছে কেবল পশুত্ব।
চাই না মোরা এই রকম সান্ত্রবাদের রাজ
এই দানব বিদায় নিক চিরতরে দুনিয়া থেকে আজ।
তাই তো মোরা সকলে মিলে নিচ্ছি শপথ
শিক্ষার মান্ত্রবলে দূর করবে এই আপদ।
শীঘ্রই দেখতে পাবো এই যে দৃশ্য------
আমাদের সন্ত্রাস মুক্ত বিশ্ব।