পারলাম বুঝতে আজও এই দেশের রাজনীতি
এমন কোনো দল নেই,যার নেই দুর্নীতি।
ক্ষমতা  দখলের রাজনীতির অর্থ বুঝা ভার
সত্য পথে চলতে গেলে খেতে হয় মার।
ভেবেছিলাম এই বিরাট জনসেবার কাজ
তা এটা বটে, মুখোশের আড়ালের সাজ।
আজ যিনি মুখ দেখান  ক দলের নীড়ে
কাল তাকেই দেখা যাবে নতুন দলের ভিড়ে।
যখন তখন পাল্টে যায় রাজনীতির রূপ
মাঝে মধ্যে ধাঁধা লেগে আমি হই চুপ।
রাজনীতির দাদাদের আছে অনেক চেলা,
দাদার ওদেরই লাগে ভীষণ খোলামেলা।
বাঁশের চেয়ে কঞ্চি দর আরে যেমন হয়
দাদার চেয়ে ভাইদের লাগে বেশি ভয়।
ভোটের কথা বলতে গেলে পাবে লজ্জা
ভোটের আগে লেগে যায় বিশাল রানসজ্জা।
ভোট যেন তাদের কাছে বাৎসরিক উৎসব
ভোট শেষ হতেই ওরা শুধুই নীরব।
(সংক্ষিপ্ত),