প্রেমের পানসি যাইবা ভাইসা কোন সে সাগরে
ম্মৃতি যেন আছে পইড়া একা নীরবে।
বাসায় আইলা ফিইরা পাখি
দিলরে মন তোরে ফাঁকি।
গাঁ ছাইড়া যায়, ও সেই পাখি...অচিন নগরে..
ওরে মন স্মৃতি যেন পইড়া আছে এক নীরবে।
প্রেমের পানসি যাইবা ভাইসা কোন সে সাগরে....
হৃদয় মাঝে তবু আশা
পাখির পারণের ভালোবাসা,
সাগর নদী পার হইয়া যাই
অচিন পুরের রূপকথা তাই...
ডাকছে আমারে,
স্মৃতি যেন পইড়া আছে একা নীরবে।
প্রেমের পানসি যাইবা ভাইসা কোন সে সাগরে।
এই গানের পৃথিবী তাই
খুঁজছে পাখির ঠিকানাটায়।
তবু কেন পাইনা তারে ফিরে?
স্মৃতি যেন পইড়া আছে এক নীরবে।
প্রেমের পানসি যাইবা ভাইসা কোন সে সাগরে।