ও পাখি রে কেন তুই দূরে থাকিস
কেনই বা ঐ আড়াল থেকে ডাকিস?
আমি ,তোর মহুয়ার গান শুনে
কোথায়  যে যাই হারিয়ে মাতাল মনে!!!
ইচ্চে আমার দেখো তোরে
এই পাগল নয়ন ভোরে।

ওরে পাখি কেন যে তুই দূরে থাকিস
সবার থেকে লুকিয়ে রাখিস?
একি তোর লাজে রাঙা  মন, নাকি ছলনা!
সে কোন অনুরাগ , কাছে এসে বল না ।
গানে কেন এত বিরহের সুর
সকাল থেকে রাত্রি দুপুর।

ও পাখিরে কেন তুই দূরে থাকিস
তোর গানে কেন বেদনার রঙ মাখিস?            
ব্যর্থ কি ভালবাসা, না  হারানোর যন্ত্রনা
প্রিয়জন ছিল কি সে ,যাকে নিয়ে বিড়াম্বনা?
বল তুই বল না আমায়  একটি বার
ভয় কি কোনো কিছু হারাবার?
  
জানি না আমি কি হয়েছে তোর
বলার জন্য করব না জোর।
ইচ্ছে গান শুনিয়ে বলিস সে কথা
না থাক তোর ঐ নীরবতা।