গোলাপ চায় অলি কে
বাহার চায় ফাগুন,
ভোর খুঁজে কলি কে
আর চুলি খুঁজে আগুন।
নদী খুঁজে সাগর কে
সাগরের চায় ঢেউ,
মনপাখি খুঁজে কাকে
জানো তা কি কেউ?
বন্য চায় বন কে
হৃদয় খুঁজে মন,
শ্রাবণ খুঁজে বর্ষা কে
ঝিরি ঝিরি ঝরতে সারাক্ষন।
সবুজ খুঁজে মাটি কে,
মাটির খুঁজে সবুজকেও
মনপাখি খুঁজে কাকে
বলো না আমায় কেউ?
তারা খুঁজে রাত্রি অন্ধকার
বসন্ত চায় কোকিল
বিজ্ঞানীর চায় গবেষণাগার
আর কেস খুঁজে উকিল।
পায়রা খুঁজে সুখের বাসা
অট্টালিকার চেয়েও,
মন পাখি খুঁজে কাকে
বলবে আমায় কেউ?