মা তোমার নেই তুলনা-------পাপ্পু/ সন্দীপ
এই জগতে প্রথম এসেই দেখি তোমার মুখ
তুমি আমার বন্ধু, দুখ ভুলানো সুখ।
ছিলাম যখন তোমার গর্ভে
পেয়েছিলাম পৃথিবীর স্বাদ,
পৃথিবীর প্রথম আলো দেখেই
বাড়ল আরো সাধ।
অচেনা আর অজানা জগৎ আর নতুন যত মুখ দেখে,
ভয় আর আতঙ্কে উঠতাম শুধু কেঁদে।
আর তোমার মুখ দেখেই পেতাম প্রশান্তি,
তোমায় না দেখতে পেল হতো বিভ্রান্তি।
তোমার হাত ধরে প্রথম পথ চলা
তোমার আওয়াজ শুনে প্রথম কথা বলা।
শিশুর কান্নায় প্রথম কথা,
আমি কাঁদলেই বুঝো তুমি ব্যাথা।
আজ যতদূরেই থাকি না আমি
তুমি বুঝতো আছি আমি কেমন
তুমি শুধু মা নও তুমি তো অন্তর্যামী।
সারা জীবনের বন্ধু তুমি
নানা দুঃখ সুখের,
নাও তুমি ভাগ
আমার নানা কষ্টের।
ধন্য মা তুমি
ধন্য হয়েছি আমি।
লহ শত কোটি প্রণাম
বলি শুধু মা মা নাম।