মাননীয় জুকারদার ফেসবুক
হয়ে ওঠেছে এক স্টেডিবুক।
বিশ্বায়নের হাত ধরে
থাবা তার বিশ্বজুড়ে।
একদিকে ফেলে আসা দিন গুলির স্মৃতি মন্থন
পুরানো বন্ধু আর মানুষের সাথে ফিরসে কথন ।
আবার জুকারের দৌলতে নয়া নয়া বন্ধু ও আত্মীয়
নিচের পরিজন ভুলে যাক না তবু সে শ্রেয়।
নিজেই নিজের নাম দেয়া যায় কত রকমারী
নিজের তথ্যে জালিয়াতি কত বাহাদুরি।
বাপের দেওয়া নাম ভুলে
কার ছবি কার প্রোফাইলে।
কে নারী কে যে পুরুষ বোঝা ভারী দায়
Fack না real জানা নাহি যায়।
মিথ্যে আর রটানাতে
যত আজগুবি ঘটানাতে
যার বিষ ছড়ায় এক নিমেষে
জগৎ সংসার রসাতলে যায় মিশে।
ফেসবুকে আজ কত ছদ্মবেশী
নাম ধাম কাম আর ছবি!!!
ধীরে ধীরে নেশাগ্রস্থ ফেসবুক কারী
জীবন থেকে সময় যায় ছাড়ি।