সভ্য হয়ে গর্ব যেন বুকটা ফুলে ওঠে
পশুর সাথে জঙ্গলতে যাবো না তো বটে!
ভাবতে গিয়ে ভাবার দোষে
পশুর সাথে গেলাম মিশে।
বন্যতা আর হিংস্রতা পাল্লা দিয়ে বাড়ে
তার আর যৌন খিদে মস্ত কড়া নাড়ে।
মানুষ আমি মান -- হুঁশ কোথায়
ভাইয়ের রক্তে হাত হে রাঙায়।
লঘুগুরু গান জলাঞ্জলি
চলছে কেবল গালাগালি।
যুদ্ধের কথাই ভারী মজা
শান্তির নামে অশান্তির ধর্মধ্বজা।
সোশ্যাল মিডিয়ায় মাতব্বরি
টিপপুনিতে ঘুরাই ছড়ি।
আর মুখে লম্বা লম্বা কথা বলি
নারীর অধিকারের জন্য পথে নামি
তবুও পুরুষতন্ত্র জিইয়ে চলি।
আমার জাত, আমার ধর্ম আর আমার দেশ
বাকি সব খড়কুটো ,পুড়িয়ে করি শেষ।
চলতে গিয়ে বিপথ গামী,
ভুলেও গেছি সত্যিই কি মানুষ আমি!!