বঙ্গে এসেছে বর্ষারানী
পথ, ঘাট মাঠ ভরিয়ে,
দেশকে দিলো নতুন এক চেরাপুঞ্জি
বৃষ্টি পিপাসা সরিয়ে।
ভাবতে গিয়ে ক দিন আগে,
কোথায় গেল বঙ্গ ঋতু বৈচিত্র্য
শীত-গ্রীষ্মের দাপাদাপি তে
বাকি চার মরণগ্রস্থ।
প্রথম বর্ষার ক দিন দেখে হলো মনে
ফিরলো আবার মৌসুমী
কে জানতো বর্ষা রানী
করবে এতো দুস্টুমি!!!
বন্যা কবলিত বঙ্গ জীবন
ইলিশ হয়তো সস্তা,
খাবার পরেও হবে
বাঁচবে এখন কেমন করে ,এমন যে অবস্থা!!
ছুটির মুডে সূর্যি মামা
মেঘের আড়ালে মধুচন্দ্রিমা,
সুযোগ বুঝে রোগ জীবাণু
বেশ মেলেছে থাবা,
সবাই বলে ওরে বৃষ্টি
যা না এবার বাবা!!
আল্লাহ মেঘ দে পানি দে
বলছিলাম ক দিন বেশ,
প্রভু এবার বন্ধ কারো
না হবো শেষ ।