শাসক তোমার নাগ-পাশে ...
জনতা বন্দি আছে ।
উচ্চ গদিতে বসে তুমি !
ধারাভাষ্য দাও নিমেষে ।।
তোমার জন্য টিভি চ্যানেল ,
মারসিটিস গাড়ি ।
আমার জন্য ত্রিপল দান ...
গায়ে লাগাও বাড়ি ।।
পরাজিত গলায় তীক্ষ্ণ স্বরে !
তুমি বলো .....
আবার আসিব ফিরে , মানুষ ভুল করিয়াছে ।
কই ! তুমি তো বলো না ... আমার ও ভুল আছে ।
জানি তুমি বিপথগামী ,
তবুও ধ্বজা হাতে ।
বহুরূপী পতাকা তুমি ...
উড়িয়েছো বাতাসে ।
বিষ অনলে ভস্মীভূত ,
শত শত নর - নারী ।
নীলকণ্ঠের সাক্ষাতে ...
ফরমান করিব জারি ।
ভোটের সময় ঘণ্টা-ঘটি ,
দরজায় কড়া নাড় ।
দিল্লির মসনদে ঝালমুড়ি আর ফুচকা দোকান করো।
বুলেটের শব্দে উন্নয়নের প্রতিদ্ধনী ।
কাপুরুষ তুমি ;
দেহ ছুলে ও...
হৃদয় ছুঁতে পারনি আজও ।।