অস্ফুট স্বর ,
       চির নিদ্রায় নির্ণয় ।
ব্যাকুলতা অন্তরে ,
      বহিঃ প্রকাশের স্থান
যুক্তিবাদের অন্তরে ।

*

        নির্ভীক বিধান ,
সম্বোধন উপহাস।
       দুর্বিপাকের ঘৃণ্য বোধ ,
জাগছে অবিরত ।

**

    অস্ফুট বাক্য ,
শীর্ণ দেহে ।
       ডাকছে অবিরত।
রক্তবাহী ধমনী ,
বেইমান যদি হয় ।
   হৃৎপিণ্ডের দোষ কি ?
যদি অচল হয়।