রুদ্র শ্বাসে ছুটছে জীবন,
আকিঙ্চন বাঁধছে ভয়।
দাঁড়িপাল্লার বাটখারা ,
সমান যদি না হয়।
**
আশায় সেই ফাঁদছি বুক,
ভাঙন বন্যায়।
বৃষ্টি ভেজা রোদ্দুর,
খবর পাই সন্ধ্যায়।
***
বিদীর্ণ, হৃদয়
মিলে মিশে এলাকার,
আকিঙ্চন ও কাঞ্চন।
****
নব রূপে , নব সাজে ,
নিত্য সুন্দরে ,
প্রত্যহ অভিলাষ।
*****
ব্যয় বহুল জীবন,
ব্যস্ততা ডাকে।
দিবারাত্রি খেলায় মেতে,
অন্তরালে মুখ ডাকে।
অবকাশ নেই সেখানে।