গলির মোড়ে
অস্ফুট বার্তালাপ,
ছায়া দুটো মাঝে মধ্যেই
অবয়ব পাল্টায় I
আবার দু ভাগ হয়ে
দূরে সরে যায় I
পলাতক সময়কে
আঁকড়ে ধরার চেষ্টায়
বিলীন হয় বায়বীয় আবেগ I
অবশেষে,ভাঙা গড়ার অজস্র চিহ্ন
সময়ের বুকে রেখে
এগোতে থাকে দুজনেই I
তবে,শেষ বসন্তে,
হৃদয়ের পলি খুঁড়ে,
চলে চুলচেরা প্রত্নতাত্বিক অন্বেষণI
একরাশ ছিন্নমূল প্রশ্ন
একে একে মিলিয়ে যায়,
চোখের সামনে থেকে I
কানে শুধু বাজতে থাকে
কেমন আছ তুমি ?
ভালো তো ?
আর কিছু ভালো লাগে না,
এবার নিশ্চিত বিশ্রাম চাই I
আদি অন্তের,
হিজিবিজি হিসাব এর খসড়া,
ছড়িয়ে ছিটিয়ে থাক চারপাশে !
এবার নিশ্চিত বিশ্রাম চাই I