ঘুটঘুটে অন্ধকারে
জেগে থাক বোধ I
অন্ধকূপের দেয়াল হাতড়ে
স্যাঁতস্যাঁতে শ্যাওলা যেভাবে জাগে,
সে ভাবে নয় --
একটু অন্যরকম করে
বেঁচে থাক বোধ I
বট অশ্বথ এর মতো,
প্রাচীরের বুকে দাঁত বসিয়ে ,
বেঁচে থাক বোধ I
তুমি জাগবে বলেই
আমার ইস্ত্রি বিহীন শার্টের,
কলার উঁচু হয় I
তুমি জাগবে বলেই
সংশয়ে পিছন ফিরে তাকায়
সুযোগ সন্ধানী আর
সুবিধাভোগীর দল I
তোমায় দেখবে বলে
নিঃশেষে ছাই হতে থাকে,
অবনী খুড়োর সিগারেট I
তখন ধুলায় মিশে যাবার ভয়ে,
সুসজ্জিত টেবিলে
চরকির মতো ঘুরপাক খায়,
মেকি ডেমোক্রেটদের পেপার ওয়েট I
কয়েকশো বছর ধরে
তোমার রক্তে প্রতিপালিত
সহিষ্ণুতা ---
তার শেকল কেটে বেরিয়ে এসো I
কান পেতে শুনে নাও
জাগ্রত বোধের দৃঢ় অঙ্গীকার I
অন্ধকূপের স্যাঁতস্যাঁতে শ্যাওলার মায়া ছেড়ে বেরিয়ে এসো I
তোমার পেছনে পড়ে থাক
জমজমাট অন্ধকার I