মায়াবিনী রাতেও
নস্ত্রাদমুস এর
ভবিষ্যতবাণী তাড়া করে I
অন্ধকারের গায়ে মুখ রগড়ে
কলমের নিব ও আজ শান্ত I
আসলে সময়টা
বড় অসহায়,
অস্থায়ী আকাঙ্ক্ষা
নীল স্বপ্ন দেখতে ব্যস্ত,
ওরা মাদকতা ছড়ায় I
ঘড়ির কাটা তবু নিয়ম মেনেই চলে I
সময়ের ব্যবধানে
শুধু গল্পটা বদলে যায় I
সময় দেখিয়েছে
ট্রোজান এর জয়,
সেই সময় ই আবার দেখায়
ট্রয়ের পরাজয় I
প্রতীক্ষায়  আছি প্রতিক্ষণ
জানি তুমি আসবেই I
ছড়িয়ে দেবে
একবুক প্রশান্তি I
আমার বুকের
ধুধু বালিয়াড়ি হবে সিক্ত I
অপেক্ষায় আছি
আসছো তো তুমি ??
স্বাধীনতা.....