এবার তো রাতটা ও
ফিসফিস করে বলে যায়,
তীব্র থেকে তীব্রতর
দহন এর কথা I
ভাবতাম হয়তো
চাপাই থাকবে,
একদিন ঠিক নিভৃতে
বরফে ঢাকা পরবে,
নিভৃতচারী আত্মগ্লানির গোপন অগ্নিগর্ভ I
যাপিত প্রহর শেষে
ফসিল্স এর তির্যক চাহনি
আমার একাকীত্বের সঙ্গী হবে -----
আমি তাই চেয়েছিলাম I
কিন্তু আজ আমার
রাত্রি ভিসুবিয়াসের
উন্মত্ততায় বিভোর I
চোখের কাছেই দেখি
আত্মগ্লানির অগ্নিগর্ভের
বিস্ফোরণ ------
কালরাত্রি তাই
প্রহর গুনে
বিষ্ফোরণের আশায় I
সাক্ষী থাকে প্রত্যন্ত জুপিটার I