আষাঢ়ের বুকে
আজ বৃষ্টি নামুক,
মেঘের গর্জনে
কেঁপে উঠুক
কালো রাত্রির বুক I
ঝড়ো হাওয়ায়
তোমার ঘরের
বাতি যদি নেভে
তা ও নিভুক,
যদি পথে পড়ে থাকে
কবিতার বেওয়ারিশ লাশ,
তবু সামলে নিও
তোমার বুকের দীর্ঘ শ্বাস I
জেনে রেখো তোমার রক্তে
নিরন্তর প্রবহমান
আমার রক্ত ঋণ I
তুমি যে মাটিতে রাখবে পা
সেই নষ্ট মাটিতেই
জন্মাবে সবুজ কচি ঘাস
একদিন না হয় একদিন I
তুমি পাবে
সভ্যতার ছাড়পত্র
তুমি গড়বে নতুন ইতিহাস,
শুধু এই বেলা সামলে নিও
তোমার বুকের দীর্ঘশ্বাস I