অন্ধকারের গন্ধ মেখে
জমজমাট এখন
শহরের রেড লাইট এরিয়া I
এখানে রাতের রজনীগন্ধা
বৃন্ত চ্যুত হয়েও
সুবাস ছড়ায় I
স্থান পায়
মাতালের বেসামাল হাতে,
নিজে ক্ষতবিক্ষত হয়েও
নিজেকে
অন্য করো অঙ্গে জড়ায় I
এই শহর সবকিছু
পুষিয়ে দেয় I
এই শহর ক্ষুধাকে জোর করে টেনে আনে
বিছানায় I
এই সব কিছুর
নীরব সাক্ষী হয়ে
দাঁড়িয়ে থাকে,শহরের
জং ধরা স্ট্রীট লাইট I
দিনের আলো ফুটলেই
শহর ঘোষণা করে,
এই অঞ্চল নিষিদ্ধ I
এর গায়ে তখন
তকমা আঁটা হয়,
"রেড লাইট " I