দিনের আলো চোখে পড়তেই
নাগরিক জীবনে মিশে যেতে থাকে
ব্যস্ততার গন্ধ I
শুধু জীবনকে প্রশ্রয় দিয়ে
আজ রাস্তায়, দোকানে, অফিসে,
ভীড় জমে, ভীড়ে মিশে যায়
পরিশ্রমের অবশিষ্ট ঘাম I
এই ভীড় আর ঘামের মাঝে ও
হটাত চোখ রাখতে ইচ্ছে হয়
আকাশের বুকে নয়তো দিগন্তের ঠিকানায়,
কেন তা জানি না I
হয়তো এই ভীড় আর ঘাম
সবকিছুই বড় সংকীর্ণ I
হয়তো এই সংকীর্ণতার কাছেই
জীবন খুঁজে আশ্রয় I
তাই নাগরিক ভীড় আর ঘামে
চাঁপা পরেই এই জীবনের
জীবাশ্ম ও হবে ক্ষয় I