স্বপ্নের হাতছানি আর
অতীতের পিছুটান
তুমি কার কাছে যাবে ?
তোমার বুকের জমাট দীর্ঘশ্বাসের
দায়ভার কার ?
তোমার স্বপ্নের না কি
তোমার ফেলে আসা অতীতের ?
কি ভাবছ ----
পালিয়ে যাবে
এসবের থেকে দূরে ?
পারবে না --
দিনের আলোয় হাজারটা চোঁখ
তোমার শরীরের প্রতিটি ভাঁজে
চোঁখ রাখবে I
আর রাতের বেলা
সভ্যতার বিকৃত শরীর
তোমার বুকের আঁচল
নেবে টেনে I
তোমার বুকের ভাঁজে
সাজিয়ে রাখা হৃদয়টাকে
রক্তাক্ত করে ছুড়ে ফেলবে
ডাস্টবিনের পাশে,
ভোগ করবে তোমার শরীর I
সকাল বেলা তোমায় ঘিরে
উপচে পরবে নাগরিক ভীড়I
তুমি তখন খবরের শিরোনামে,
তা ও কেউ জানবে না
তোমার বুকের
জমাট দীর্ঘশ্বাসের কথা I
তোমার হৃদস্পন্দন গেছে থেমে
তোমার শরীর এখন নির্জীব স্থির I
হয়তো এসবের মাঝেই আবার
প্রশ্ন তুলবে
কোন এক প্রেস রিপোর্টার
এই মৃত্যুর দায়ভার কার ???