হাতে খবরের কাগজ, টেবিলে চা এর
কাপ, চা - কাপে চুমুক আর যুক্তি তর্কের ঝড়--
সব শেষে তোয়ালে কাঁধে ঝুলিয়ে দেই
সমস্ত যুক্তি তর্ক্ স্নান এর সাথে ধুয়ে ফেলি
ঐ বাথরুমের পাশে নোংরা নর্দমায়।
এরপর থেকে একের পর এক কশাঘাত, আমার পিঠ, বুক এমন কি হৃদয় ও স্পর্শ করে যায়।
তবু আমি নির্বাক !
আমি বুদ্ধিজীবী বলে কথা ----
রোজ দেখি ক্রিমিন্যাল ফাইলে ধুলোর
আস্তরণ,
নারী নির্যাতনের কুৎসিত রূপ,
তবু আমি নির্বাক থাকি।
রাতে বাড়ি ফিরে এসব নিয়ে ফেসবুকে স্টাটাস আপডেট করে
কমেন্ট কুড়াই।
তাঁরপর হালকা বাদামী আলো যখন  আমার বেডরুম জুড়ে ছড়িয়ে পড়ে  আমি নিশ্চিন্তে শুয়ে থাকি .
বুদ্ধিজীবী বলে কথা।
আমার সকাল, দুপুর , রাত যখন নিয়মে বাঁধা তখন !!!রাস্তায় কেউ একজন--
সস্তার মদ খেয়ে চিৎকার করে বলে যায় তোদের সব্বাই কে শালা দেখে নেবো
তোদের  মুখোশ খুলে ছুড়ে ফেলব রাস্তায়
আমার অধিকার তোদের সম্পত্তি নয়
সে অধিকার কেড়ে নেব।
লোকটা কে আমি পাগল বলে ভাবি--
আমি অবশ্য তা ভাবতেই পারি
আমি বুদ্ধিজীবী বলে কথা