ভীষণ লুণ্ঠনে যখন কেঁপে উঠে বুক,
প্রেয়সীর হাসি ম্লান হতে হতে যখন
তলিয়ে যায় থৈথৈ উত্তপ্ত লাভায়,
তলপেট থেকে পিত্তথলি সবেতে যখন
ক্ষুধার আগ্রাসন
তখন, অবৈধ অস্ত্র হাতে তুলে নিতে ইচ্ছে হয় I
শকুনের বাঁকা নখ বয়ে চলে
যুদ্ধ আর মহামারীর চিহ্ন I
সেসব উড়ে বেড়ায় বাতাসে I
আর বিধাতাও তখন
বিদ্রুপের হাসি হাসে I
ঈশ্বর ভরসার প্রাচীর ভেঙে,
ঠিক তখন,
কেউ একজন
বুকের ব্যারাক থেকে
খতিয়ানহীন সব অস্ত্র হাতরে
খুঁজে বের করে
এক বিধ্বংসী অবৈধ আগ্নেয়াস্ত্র
' কবিতা ' I