বিস্মিত অন্ধকারে আমি জেগে আছি
আমি সভ্যতার ক্রীতদাস ।
আমি ঘুরে বেড়াই
ফিতে মাপা সীমারেখায় ,
আমি সভ্যতার ক্রীতদাস ।
মগ্ন মিছিলে ও আমি চিৎকার করি ।
আমি সভ্যতার ক্রীতদাস ।
সদ্য যৌবনে পা দিলো যে মেয়েটি
অথবা রাস্তার পাশে
নোংড়া ছেড়া পোষাক পড়ে
যে মেয়েটি বোতল কুড়ায় ,
তার শরীরের প্রতিটি ভাঁজে
আমি চোখ রেখে ,
তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি
আমার মলাটে ঢাকা লালসা ।
ধর্ষণ আর ধর্ষকের বিরুদ্ধে
আমিই সোচ্চার হই ,
তফাৎ যাও, তফাৎ যাও ,
আমি সভ্যতার ক্রীতদাস ।
তবে মাঝে মাঝে আমি ফিরে যাই
কালের বিবরে ,
তখন আমারই চোখে দেখে নিতে পারো
আদিম অসভ্যতার অলিখিত ইতিহাস ।
কেউ সেটা দেখে না ।
তাই আমি তুমি সবাই
গর্ব করেই বলি
আমরা সভ্যতার ক্রীতদাস ।