এক জীবনে মানুষ যা কিছু চায়,
আমি সব চেয়েছি I
এক জীবনে মানুষ মরার আগে
যতবার বাঁচতে চায়,
আমিও ততবার বাঁচতে চেয়েছি I
আমার অনেক প্রয়োজন ছিলো I
তাই পাঁজরে ফুলের গন্ধ মেখে,
মাটি চাঁপা ব্যাথার মতো
ব্যথাগুলো ভুলতে চেয়েছি I
আমার কিছু ব্যথা আছে,
যা আমি ভুলতে চাই না !
ভুলতে চাই না
আমার নাড়ি কাটার ব্যথা,
ভুলতে চাই না
আমার সেই চিত্কার I
মা এর শরীর থেকে
আলাদা হয়ে পৃথিবীর ভূখণ্ডে,
আমার অধিকার এর দাবিতে
আমার সেই প্রথম চিত্কার I
নাহ্ আমি ভুলতে চাই না I
এক জীবনে মানুষ অনেক কিছু চায় I
আমিও চেয়েছি I
আমি অমরত্বের লোভে
পাথরের মতো কঠিন হয়ে যেতে চেয়েছি,
ইতিহাসের শব এর উপর বসে
করেছি দীর্ঘ তপস্যা I
যদি কখনো ইতিহাসের শব সন্ধানে,
খুঁজে পাও আমার কঠিন বুক,
তবে একটু বাসন্তী রং
মেখে দিও আমার বুকে I
এক জীবনে মানুষ
অনেক কিছু ভালোবাসে I
আমিও ভালোবেসেছি I
আমি ভালোবেসেছি আগুন,
ভালোবেসেছি ফাগুন,
ভালোবেসেছি বসন্ত,
ভালোবেসেছি দিগ্বিজয়ীর মন্ত্র I
আরও অনেক কিছুই
আমি ভালোবেসেছি I
আমি শুধু ভুল করে
অমর হতে চেয়েছি I
আমি কঠিন হয়ে গেছি I
এখন আর আমার বুকে
বসন্ত আসে না I
আমার বুকে কেউ
জল রঙে ছবি আঁকে না I
তাই, ইতিহাসের শব সন্ধানে
যদি খুঁজে পাও আমার কঠিন বুক,
বাসন্তী রং মেখে দিও আমার বুকে I
আমি আর অমর হতে চাই না I
এক জীবন নয়,
আমি চাই একাধিক জীবন,
আমি শুনতে চাই
যুগান্তরের দিগ্বিজয়ীর মন্ত্র,
এক নয়,আমি চাই
একাধিক বসন্ত I