চোখে দেখে যেটা সত্যি ভাবলে তুমি
অথবা বাতাসে পরাগের কানাকানি
সবটুকু এসময় আকছার ভুল
আসলে পলাশ মাসে কথাগাছে কুঁড়ি আসে
আর ভাসে সোঁদা বাসে আমের মুকুল।
যার নামে ভরা খামে একখানি ঠিকানাও লেখেনি কলম
পা চালিয়ে বুগিয়ালে কয়েক কদম
সাক্ষ্য প্রমাণ সহ টুকে নিও হেজিমনি ঘ্রাণ
চোখ, কান এরা সব শরীর বাগান সাজাতে আসে
শীষ শীষ পোয়াতি ফুলের চাষা হৃদয়ের মুথাঘাসে।