ভালোবাসা আসলে
---------
ভালোবাসা আসলে একটি সাদা মৃত্যু
লাল বেসাতির হৃদয় পুড়িয়ে কালো করার অভ্যাস
ঘরে আয়নাতে জমতে থাকা টিপ হলুদ থেকে নীল,সবুজ, হয়ে একটা অসমাপ্ত বাক্য।
    
   ভালোবাসা আসলে ধূসর স্লেট পরিষ্কার করতে গিয়ে গোলাপি 'শ' লুকোনোর শিল্প রপ্ত করা।
ভালোবাসা চাঁদকে রক্ষিতা চায়
তার গভীর খাদে চায় বিচ্ছিন্ন হতে
চায় রূপালী জোৎস্নার প্রতিশ্রুতিবদ্ধতা।
ভালোবাসা এলে চোখের তলায় জোৎস্নার 'ৎ'
চোখের ওপর  মেরুন
জলফড়িং এর পায়ের রেফ।
ভালোবাসলে নতুন নতুন আপোষ।
নিজের ছায়া পালিয়ে, দৌড়ে যাওয়া কমলা,আকাশী ভুবনডাঙার মাঠ।

ভালোবাসা আসলে সাদা মৃত্যু
একটা ব্যক্তিগত বেগুনি স্বর্গ
একটা ব্যক্তিগত বাদামী নরক
সীমিত প্রবেশাধিকার নিয়ে বৃত্তের সংকীর্ণতায় আটকে থাকার জ্যা
যে রেখার একটি বিন্দু ফিরোজাতে লেখা অভিশাপ
আরেকটিতে নিজস্ব সংগীত নীললোহিত।