ভাল্লাগেনা বলতে আজ আর ভাল্লাগেনা
তোমার সাথে আলাপ করার বিষয় খুঁজি
আকাশটাকে ঘুম পাড়াবার গল্প বলে
বুকে জমাই ছাপাখানার ছোট্ট পুঁজি।
কম বয়সের ভুলগুলিতে দোষ ছিলোনা
এই সময়ে সুখে থাকার ভাণ করি
মুখস্থ সব মুখের ভিড়ে মৌণ হয়ে
ইচ্ছে সমান দূরে ঘোরাই হাতঘড়ি।
এই যে তোমায় নিয়ম করে ভোর পাঠাই
দাবীর দাপট দেখাই কপট রাগের ছলে
লেপ্টে থাকি মনে মনে আলিঙ্গনে
ভাল্লাগেনা বলছি আবার কানমলে।