উল্টো পথে রোজ ছুটছি
উল্টো স্রোতে ঘটির খোঁজ
উল্টো কথার বাক্যবানে
ঠোঁট উল্টেও খাচ্ছি ভোজ।

উল্টো কিছু খেলার চালে
গণেশ উল্টে পকেট ফুস্
উল্টো পায়ে হাঁটলে বুঝি
অন্য পাত্রে প্রেমের জুস।

উল্টো বুনলে উলের কাঁটায়
সুতোয় উল্টো গিঁঠের টান
চোখ উল্টে গেলেই তবে
সাঙ্গ হবে উলটপুরাণ।

উল্টে পাল্টে জীবন দেখি
হলদে পাতার আ্যালবামে
বয়স খানি উল্টে গেলেই
বাহান্নটা, পঁচিশে নামে।

উল্টোদিকে বসার মানুষ
আজকে যখন বসলো পাশে
সোজা করে সহজ কথা
বলতে গিয়ে কান্না আসে।

উল্টোদিকে বসার মানুষ
পরিয়েছিলো ফুলের মালা
মালার ফুলের পাপড়িগুলো
বিঁধিয়েছিলো বিষের জ্বালা।

তখন থেকেই উল্টো পায়ে
হাঁটতে গিয়ে পেত্নী সাজ
হাত উল্টে তৈরী খোঁপায়
মুকুট নামক কাঁটার তাজ।

ভাজা মাছটি উল্টে খেয়ে
বালিতে লিখছি ইত্যাদি
উল্টো কপাল লিখনটাকে
মানত ঢিলে ঝুলিয়ে দিই।