তুইতুকারি
- অদিতি চক্রবর্তী
------------------
ভীষণ সত্যি বলতে পারি
শোনার যদি ধৈর্য্য থাকে
দস্যি হাতে আগুন রাখা,
মেঘার্তদের বৃষ্টি ডাকে
ডানা ভাঙায় কান্না আছে
জল মোছানোর এক আঙুলে
রঙ জমে কি রং বোতলে
পা যদিনা পথের ভুলে?
ব্যস্ত তুমি খেরোর খাতায়,
পক্ষপাতে দুষ্ট গলা
আত্মপক্ষ সমর্থনে
কুটকাচালির জংলাজলা
তোমার মতো আহাম্মকের
একটি দিনের ছুটিও তো নাই
এমন সময় শহর ফেরো,
সব প্রদীপের সলতে পোড়াই
এসব আমার সয়েই গেছে
পৌনপুণিক ক্রমান্বয়ে
উহ্য থাকুক পত্রসূচি,
পাতার হিসেব বৃন্ত ক্ষয়ে
ঠিক কতোটা স্বস্তি পেলে
পুষ্টিকারক হে গুপ্তচর?
মিথ্যে থেকে সত্যি হতে
চালের থেকে বাছছো কাঁকড়!
শোনার যদি ধৈর্য্য থাকে
আবার এসো তুইতুকারি
ভুলে থাকা সব কথাদের
আবার ধরে আনতে পারি।