এবছর নয়,সুতির শাড়ি
শাঁখা,পলায় হাতের সাজ
গয়নাগাটি লজ্জা নিয়ে
বন্ধ আছে সিন্দুকে আজ।
এবছর নয় খিচুড়ি ভোগে
সাথে খানিক বেগুন ভাজা
আসছে বছর পোলাও দেবো
ক্ষীরের নাড়ু থাকবে তাজা।
এই বছরটা হেঁটেই আসিস
কষ্ট একটু হবেই জানি
কিন্তু তুই তো সবটা জানিস
কি কয়েছেন মহারাণী।
এই বছরে পার্লার সব
বন্ধ আছে থাকবে কালও
বিচার চেয়ে জনগনের
চোখ শুকিয়ে,শুকনো গালও।
আলোর ছটা তুই মা নিজেই
বাড়তি আলোর বোঝা ক্ষত
তাই ভেবেছি মোমবাতি থাক
প্রতিবাদের ভাষার মতো।
এই বছরে আয়না রে মা
তুই আমাদের দুর্গা হয়ে
অসুর রূপী মানুষ যারা
বধ হবে তোর স্টেথোর ঘায়ে।
অপেক্ষাতে আছি বসে
দিন রাত সব এক করেছি
মোমের শিখা মাঝে কেবল
ত্রিনয়নী তুই মা এঁকেছি।