#তিরতির_তিরতির
----------
আজকাল বড্ড লুটিয়ে পরতে চাই
এই ভোরে,এই সন্ধ্যায়।তিরতির তিরতির।
তোমার কাঁধে,গলায়,বুকে,তোমার কোলে।
চোখ খুলে রাখতে পারিনা।তোমার ঘামের গন্ধ, তোমার রোমশ বুক,তোমার কপালের রোদ ভাবতে ভাবতে নেশাচ্ছন্ন লাগে।
অকারণ প্রহর কাটে।কেউ থাকেনা পাশে।
কারো ঠোঁট ছোঁয়া বলেনা,"অনুমতি দাও"।
অলস চোখে ঘুম নেমে আসে। গলতে গলতে তোমার উরুর ভাঁজে কথা দেওয়া মতো ইচ্ছে হয়।
সেদিনের মতো ফের একরাশ মিথ্যে ঘাঁটতে মন চায়।
দিগন্ত ক্রমশঃ লাল।টের পাই হুঁশ হুঁশ শব্দে তাড়ানোর শব্দ।
প্রায়শঃই দেখি চারপাশের চোখেরা হিংস্র আর রুক্ষ।
অথচ আমি কলসির ছলাৎ ছলাৎ শুনব বলে আজীবন নদী হতে চাই।
✍️ কলমে অদিতি চক্রবর্তী