গোছাবো কিকরে?
বুঝেশুনে লগি দিতে হয়
সেই সাথে সময় দ্রুতই কম
এমনই প্রবল খুব টিপকাঠি
একলাই নিজে নিজে পোড়ে
বিষ্টি ঝরছে খুব
বলা গুলো এসে যায় রাখব কোথায়?
উলকে ছলকে যায়
আসর গুটিয়ে রাখা দোতারাও ফাঁকি টানে।
"এতটা জায়গা কই রাখবার মতো?"
--এই বলে চলে গেলো সে ও
সঙ সেজে বসে থাকি
সে আমার হলেও।