নদীর সাথে কইছি কথা
কইছি কথা জলের দরে
পাহাড় থেকে খরস্রোতা
কলকলিয়ে উচ্চস্বরে
নামছে দেখি।আমিও লিখি
তীরের বালি আঁচড় কেটে
সেই ছোট্টটি,বিচ্ছু যেমন
তেমনটিও এক বখাটে।
নদীর জলে নাম নিয়ে যায়
নাম দিয়ে যায় অন্য ঘাটে।
নদীর কোনো দোষ ছিলো কি?
দোষ ছিলোনা,দোষ ছিলোনা।
সময়রাজার ছড়ির কাছে
পা গলিয়ে পাগলি নাচে
বলবে লোকে,তাই অলখে
ভুলের মুকুল,সত্যি হয়ে ফুল ফোটালো
লোক জোটালো,খুব রটালো,
"চাঁদের গায়ে চাঁদ লেগেছে।"
বন্ধু,স্বজন বেছে বেছে তকমা দিলো
গা জ্বলে যায়, পাগলা রাজায়
নদীর কাছে পাহাড় আছে তা মানলোনা।
শালুক ফুলে বাঁশের সাঁকো খেলার ছলে
আজ দেখছি ফিরতি পথের সঙ্গী বলে
মুখ উঁচিয়ে বলেই চলে তিনসত্যি
সেদিন কিন্তু আমার একার
ভুল ছিলোনা একরত্তি।
নদীর জলে ভুল নিয়ে যায়
পানার দোলায় ফুলও ফোটায়
কেবল একটি ভালোবাসা নাম পেলোনা
নাম পেলোনা,নাম পেলোনা
দোষ কি ছিলো? কেউ জানেনা
এইটুকু যা,
মুঠোয় মুঠোয় দোলমঞ্চ রাঙা হলেও
এক ঝুলনায় দোল হলোনা।

~ অদিতি চক্রবর্তী
তাং-4/3/2020