ঠিকানা
✍️
Aditi Chakraborty
--------
ঠিকানা রাখিনি লিখে
ঠিকানা জানালে যদি পা বাড়াতে হয়!
খোলসা করেছে কবে কে,
তুলে রাখা আত্মপরিচয়।
এক কথা দশবার বলে
দু'দশ কথার ঝুড়ি রেখেছে গোপন
তারপর নাক নিয়ে হামলে পড়েছে
কোনো আনাচের কোন।
তাকেই দেখেছি এক মেলার আসরে
সটান সটকে গিয়ে চেয়ে আছে ঠারে
কে কতক আজগুবি,এই যদি মানুষের মাপ
সকলে দস্যু তবে, দস্যুতা আর নয় পাপ।
পায়ে পায়ে যেতে চেয়ে চাঁদের পাহাড়
উপরে উঠেছি যতো, বহুগুণ ধসে গেছি তার
আঙুল বাড়িয়ে তবু
একবারও ডাকোনিতো বুকের খাদে
ঠিকানা ছিঁড়েছি দেখো কুটিকুটি
মশকরা বাতাসে ইনিয়ে বিনিয়ে  কাঁদে।