আর কতো তকমায় যন্ত্রণা ঢাকব?
লুকিয়ে রাখব বোবা দৃষ্টি!
বোকা বোকা মায়েরা যে রিংটোনে চুমু খায়
মরুভূমি শুষে নেয় বৃষ্টি।
ভালোবাসা পেয়েছিলি বুকের ভিতরঘরে
সুবাসিত গর্বের ধন
এতটুকু পথ হাঁটা হাঁটলি কেবলি কেন?
ফুরোলোনা যাত্রা যখন?
-------
দোহাই ও চোখ সামনে মজুত জমাটি যুদ্ধপথ
নিরাপদ ও নয় ততো
মুকুট ভেঙেছে খুনসুটে এক প্রবল দস্যুদল
ওঠো,জাগো তথাগত।