তখন নাই বা আমায় ডাকলে
---------------
একদিন থাকবোনা আমি
চলে যাবো দূর ঠিকানায়
সময় স্রোতের মাঝে তুমিও কি ভুলবে আমায়?
একদিন মোবাইলে ভুল করে আমার ঠিকানা ছুঁয়ে দেবে তোমার আঙুল
তখুনি সরিয়ে নেবে?
নিমেষে শুধরে নেবে ভুল?
একদিন বালিশের পাশে মনে হবে
ছায়া ছায়া মায়া মাখা মুখ
অনেক পুরনো তার ভালোবাসা নামের অসুখ
ভয় পেয়ে পাশ ফিরে শোবে?
রামনাম জপবে নীরবে?
আরো একদিন শুকনো গলায় অফিস ফেরত
এতোবড়ো দরজার তালা নজর এড়িয়ে যাবে
দরজায় দিয়ে টোকা,চকিতে বাজিয়ে দেবে বেল
মনে মনে গালাগাল দেবে একচোট
পড়শির বাড়ি থেকে উঠলে আওয়াজ
সম্বিত ফিরে পাবে।
লজ্জায় কাটা মাথা নিচু করে কোথায় লুকাবে?
বলো?চলে যাওয়া আমি থেকে পালিয়ে বেড়াবে?
একদিন,কোনো একদিন,যদি কোনো বেসামাল হাওয়া
ভালোবেসে আঁচলের ঘেরে টানে ছাওয়া
"রোদপোড়া মনটাকে খানিক জিরোতে দিও"
আগের প্রশ্নগুলো যা যা ছিলো জবাব দিলাম তার।
ইচ্ছেচারাতে ফুল ফুটিয়ে নিও।