এক পুকুরের আত্মকথা ভাবছি বসে
মাছরাঙা,বক,ফড়িং ঘাসে বেশ আলসে
পানকৌড়ি ডুব দিয়ে খুব পুন্যি কুড়ায়
বোস গিন্নী শ্যাওলা ঘাটেই শরীর জুড়ায়
রুই,কাতলা,মৃগেল যখন জটলা করে
ঠিক তখুনি খিল আঁটা কালবোসের ঘরে।
শামুক,কেঁচো পাতাঝাঁঝির আলিঙ্গনেই
ল্যাটা,ভোলা সাঁতরে বেরায় আপনমনেই
হঠাৎ সেদিন কানে এলো মরতে হবে
পুকুর বুজে পেল্লায় এক মল উঠবে।
সাচ্চি সিং এর যোগসাজশে চার জাঁহাবাজ
তালপুকুরে হল্লা তুলে বদলালো সাজ।
***********
পুকুর কিন্তু আজও তেমন জল থৈ থৈ
শরীর মৃত না হয় কিন্তু মনটা মাভৈ
রোজ লেখে সে আত্মকথন কথার ভীড়ে
সাততলা মল ঝলমলিয়ে জ্বলছে হীরে
সভ্যতা সে যুগ ছাপিয়ে যতই লাফায়
বুকের ভেতর তালপুকুরের বাতাস দাপায়।