স্বর্ণচাঁপা
---------
আয়োজন করে অপেক্ষা নয়
শুক্রবারের হাটে
কেউ বাঁধা পরে বাহুডোরে
কেউ উদ্বাহু মাঠে
জীবন দামী তাই বাদামি
শর্তবিহীন হাত
মিথ্যে দিয়ে ফালাফালা করা
রমণীর দিনরাত
খুকু কতোকাল এমনি সেজেছে
মঞ্চের মাঝখানে
ব্যথা জ্বাল দিতে তুমি আমি--
সিক্ত হতাম স্নানে
অনেক দেখেছো আমার ভেতরে
অনেক কেটেছো দাগ
দেখে রেখে ফের চলেও গিয়েছো
মুছে ফেলে অনুরাগ
দাউদাউ দিয়ে চিবিয়ে খেয়েছো
কোটর ভর্তি করে
পরপারে যদি মরে মরে যাও
দিব্যি কাটা ঘরে!
শুধবে কিসে বাকলের ঋণ
নেই বা আছের টুকু
স্বর্ণচাঁপা হয়ে ফুটে আছে
মৃতমুখ,মরাখুকু।
🖋️
Aditi Chakraborty